নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: সন্দেশখালির মল্লিক পাড়ায় সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে। রবিবার তমলুকে একটি জনসভায় সন্দেশখালি তে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এই বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তিনি বলেন,নিজের বাড়ির লোককে সামলাতে পারেনা সে ১৭ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবে? অভিজিৎ গাঙ্গুলীকে কটাক্ষ কারামন্ত্রীর।অপরদিকে সিবিআই সন্দেশখালিতে পিস্তল ঢুকিয়েছে বিস্ফোরক অখিল গিরি।রবিবার প্রায় পাঁচ শতাধিক চাকরিহারা শিক্ষক তমলুকের হাসপাতাল মোড়ে অবস্থান-বিক্ষোভে বসেন।সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি। ওই মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থীকে কড়া আক্রমণ শানিয়েছেন কারা মন্ত্রী। অখিল গিরি বলেন, খবর নিন অভিজিতের বাড়ির লোকেরা ওকে ছেড়ে পালিয়ে গেছে।সে আবার লোকসভা সামলাবে। ঘর সামলাতে পারে না। ১৭ লক্ষ মানুষর প্রতিনিধিত্ব করতে এসেছে।সন্দেশখালিতে সিবিআই পিস্তল ঢুকিয়ে দেয়নি অন্ধকারে তার কি প্রমাণ আছে? সিবিআই পিস্তল ঢুকিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে তো কি হয়েছে? কেন রাজ্য পুলিশকে সঙ্গে করে নিয়ে যায়নি? হেলিকপ্টারে টাকা নিয়ে যাচ্ছিনা, ওদের (বিজেপি )বিসর্জন দেওয়ার জন্যে বারুদ নিয়ে যাচ্ছি।শুভেন্দুর ভাই দিব্যেন্দু আরো বড়ো চিটিংবাজ, কিছুদিন আগেই একটি ফোন রেকর্ডিং ভাইরাল হয়, সেখানে দিব্যেন্দু বলছে যে টাকা নিয়েছ তা ফেরত দাও। তাঁর উত্তরে বলেছেন ভোটের পরে দেখা করুন। মানে আরো বড় চিটিংবাজি করবে। এভাবেই রবিবার কেন্দ্রীয় এজেন্সি থেকে বিজেপি প্রার্থী দের করা ভাষায় রাজনৈতিক নিশানা করেন অখিল গিরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct