আপনজন ডেস্ক: প্রচণ্ড গরমে অনেকের যন্ত্রাদির পাশাপাশি খারাপ হয়ে যাচ্ছে প্রিয় মোবাইল ফোনও। কিছু ভুলের কারণে হাতে থাকা মোবাইল ফোনটি প্রচণ্ড গরমে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগ থেকেই সতর্ক হওয়া জরুরি। গরমে ফোনের যত্ন নিতে হবে বিশেষ উপায়ে। ঘরের বাইরে বের হলে অনেকেই হাতে মোবাইল রাখেন। এতে সূর্যের আলোয় মোবাইল ফোনটি অত্যাধিক গরম হয়ে যেতে পারে। তাই ফোন ব্যাগের মধ্যেই রাখুন। তীব্র রোদে ফোন গরম হলে ব্যাটারি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। অযথা ফোনে একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। এতে ফোন দ্রুত গরম হয়ে যেতে পারে। তাতে ফোনের ব্যাটারিও দ্রুত কমে যায়। তাই প্রয়োজনীয় অ্যাপ ছাড়া অন্যগুলো চালাবেন না। স্মার্টফোনটি কখনোই পুরোপুরি চার্জ করবেন না। ১০০ শতাংশ পর্যন্ত মোবাইল চার্জ করা ঠিক নয়। বরং ফোনটি ৯০ শতাংশের কাছাকাছি চার্জ হলেইা তা বন্ধ করুন। একইভাবে ফোনের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামতে দেবেন না। যদি সম্ভব হয়, প্রায় ২০ শতাংশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনটি চার্জে দিন। খুব বেশি এবং খুব কম পাওয়ার ব্যাটারিতে প্রভাব ফেলে এবং ফোন অতিরিক্ত গরম করে দেয়। ফোনকে বিছানা, বালিশ বা গদিতে রেখে চার্জ করা উচিত নয়। চার্জিংয়ের সময় ব্যাটারি থেকে যে তাপ বের হয় তা কাপড়ের কারণে ভেতরে আটকে যায়। ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে আগুনও ধরতে পারে এবং ব্যাটারি ফেটে যেতে পারে। অনেকেই কাজ ছাড়াই মোবাইল ফোন চালাতে থাকে। প্রচণ্ড গরমে মোবাইল ফোন বেশি সময় চালালেও গরম হয়ে যায়। এতেও ব্যাটারির উপর চাপ পড়ে। আর কিছুদিনের মধ্যেই মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া মোবাইল ফোন চালানোর অভ্যাস কমিয়ে দিন। অবসয় সময়ে মোবাইল ফোন না ঘেটে অন্য কিছু করতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct