সাইফুল লস্কর, হুগলি, আপনজন: হুগলি জেলার খানাকুল থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের বেরা পাড়া ও সংলগ্ন অন্যান্য পাঁচ-ছয়টি পাড়ার সম্মিলিত প্রয়াসে রঘুনাথপুর পশ্চিম পাড়া আমরা সবাই ক্লাবের উদ্যোগে বাৎসরিক শ্যামা পূজা মহা ধুম ধামের সাথে পালিত হল। দ্বারকেশ্বর নদীর কূলে এই পূজার আয়োজন করা হয়। বেরা পাড়ার রাখি ও কুনাল সাত্ত্বিক উপবাস থেকে অন্যান্যদের নিয়ে পূজা কর্ম সমাধা করেন। এ ছাড়া যাত্রা পালা, খেলা প্রতিযোগিতা বিশেষ ভাবে আয়োজন করা হয়। কলকাতার গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এ বছরের বিশেষ উল্লেখযোগ্য আয়োজন স্থানীয় প্রাথমিক স্তরের বাচ্চাদের মধ্যে খাতা -পেন্সিল -সার্পনার -স্কেল ও নতুন বস্ত্র বিতরণের ব্যবস্থা করা। বিশিষ্ট সমাজসেবী অমল কর্মকার তাহার পিতা প্রয়াত গোপাল কর্মকার স্মরণে গঠিত “গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে দীর্ঘ ১৪ বৎসর যাবৎ সমাজের দুর্বলশ্রেণীর মানুষ যারা রক্তের সম্পর্কের বাইরের পরিবারভুক্ত, তাঁদের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হয়ে কাজ করে চলেছেন। সে দুর্গা পূজা হোক বা ঈদ, কালী পূজা অথবা নাম সংঙ্কিরতন বা খ্রিস্টমাস অথবা যে কোন দুর্যোগ বা বিপর্যয়ে এবং কর্মক্ষম হীন অনাহারকলিস্ট দুর্বল মানুষদের সাধ্যমত মাসিক রেশন সামগ্রী নিয়ে সদা হাজির পৌনে শতক বৎসরের প্রবীণ শ্রী অমল কর্মকার। রবিবার হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের “রঘুনাথপুর আমরা সবাই ক্লাব”আয়োজিত বাৎসরিক কালীপূজা উপলক্ষে দুস্ত প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীদের জন্য খাতা - পেন্সিল-সারপেনার -স্কেল সহ নুতন জামাকাপড় বিতরণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct