মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে পূর্ব বর্ধমানের ইমাম মোয়াজ্জিন রা জামালপুরের একটি অনুষ্ঠান গৃহে বিশেষ সভা অনুষ্ঠিত করেন। রায়না জামালপুর খণ্ডঘোষ মাধব ডিহি সহ বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জিন রা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার । সাম্প্রদায়িক শক্তির মোকাবেলা করার জন্য প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দলকে ভোট দেয়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী । বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম সাহেব রা অঙ্গীকার করেন সাম্প্রদায়িক শক্তি মোকাবেলা করার জন্য ডাক্তার শর্মিলা সরকারের সাথ দেবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ,জামালপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান ,পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সংখ্যালঘু ছেলের সভাপতি বাপন শেখ ,জেলা ইমাম হাফেজ শমসের ,খণ্ডঘোষের ইমাম সংগঠনের সভাপতি হাফেজ সদরুল। প্রায় ২০০ মসজিদের ইমাম এই সভায় উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস তরফ থেকে জানানো হয় বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের পাশে থেকে তাদের কাজ করার উন্নয়ন করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের কি দুরবস্থা হবে সে বিষয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে বর্ণনা করা হয়।এই মঞ্চ থেকে দক্ষিণ দামোদর এর বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন যে বর্ধমান পূর্বের তথা রায়না ২ এর সুবলদাহ গ্রামে জন্ম নেওয়া আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুকে কেন্দ্রিয় সরকার এখনও পর্যন্ত ভারত রত্ন সম্মানে সম্মানিত করেননি বা এই বিষয়ে কেউ দাবিও উত্থাপন করেননি । আগামীতে যে বা যারা পূর্ব বর্ধমান থেকে সাংসদে যাবেন তারা যেন এই দাবি উত্থাপন করেন। বিধায়ক অলক মাঝি,জামালপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান,তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি বাপন শেখ ডাক্তার শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct