আপনজন ডেস্ক: মাতৃত্বে অনীহা রয়েছে এমন মহিলাদের নিয়ে কাজ করা সংগঠন ব্রিস্টল চাইল্ড ফ্রি উইমেনের তথ্যে চমকে উঠতে হবে সবাইকে। ওই সংগঠনের ৫০০-এর বেশি সদস্য রয়েছে। যেসব নারী সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সংগঠনটি তাদের নিয়ে কাজ করে। কৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা চালানো হয়, কেন তাদের সন্তান নেওয়ার প্রয়োজন রয়েছে। এই সংগঠনের এক সদস্য মেগান স্ট্যানলি জানান, তার কাছে মনোপজ কাক্সিক্ষত বিষয়। সন্তান না নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে ১৯ বছর বয়স থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এ ব্যাপারে তার সঙ্গীও একমত বলে জানিয়েছেন মেগান। ২০২২ সালের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ৩০ বছর বয়সী রেকর্ডসংখ্যক মহিলা সন্তানমুক্ত জীবনযাপন করছেন। ১৯৯০ সালে জন্মগ্রহণকারী ইংল্যান্ড ও ওয়েলসের অর্ধেকের বেশি মহিলা ২০২০ সাল পর্যন্ত সন্তানহীন ছিলেন। ব্রিসটলের বাসিন্দা ক্যারোলিন মিচেল সব সময় মনে করতেন, তিনি কখনই সন্তান চান না। সন্তান ধারণ সম্পর্কে তিনি কখনই প্রস্তুত ছিলেন না। তার মতে, সমাজ মহিলাদের ওপর মাতৃত্ব চাপিয়ে দেয়। সমীক্ষা জানাচ্ছে, ইংল্যান্ডে ক্যারোলিনের মতো মহিলাদের সংখ্যা বাড়ছে। আর এ কারণে বিশ্বব্যাপী জন্মহার নিম্নমুখী হতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct