আপনজন ডেস্ক: জয়ের জন্য ১৬তম ওভারের শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দরকার ছিল ১ রান। সেঞ্চুরি পেতে উইল জ্যাকসের দরকার ৬ রান। গুজরাট টাইটানসের স্পিনার রশিদ খানের করা শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নেন জ্যাকস। তাতে ২৪ বল হাতে রেখে গুজরাটের ৩ উইকেটে ২০০ রানের সংগ্রহ টপকে ৯ উইকেটের দারুণ জয়ও পেয়েছে বেঙ্গালুরু। এবার আইপিএলে এটি বেঙ্গালুরুর তৃতীয় জয়। তবে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে কোহলি-ডু প্লেসিরা।রান তাড়ার মঞ্চটা ‘পাওয়ার প্লে’তেই গড়ে দেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। ডু প্লেসি ১২ বলে ২৪ রান করে আউট হলেও পাওয়ার প্লেতে ৬৩ রান পেয়ে যায় বেঙ্গালুরু। এরপর আর পেছনে ফিরে তাকায়নি কোহলি-জ্যাকস জুটিকে। তিনে নেমে জ্যাকস খেলেছেন তাঁর সহজাত গতিতে। আর কোহলি রান তাড়ায় যা করেন, ঠিক তাই করলেন। দুজন মিলে গড়েন ৭৪ বলে ১৬৬ রানের জুটি। কোহলি অপরাজিত ছিলেন ৪৪ বলে ৭০ রানে। তাঁর ১৫৯ স্ট্রাইক রেটের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা। জ্যাকস ১০০ রানে অপরাজিত ছিলেন ৪১ বল খেলে। ৫টি চার ও ১০ টি ছক্কা ছিল তাঁর ইনিংসে, স্ট্রাইকরেট ২৪৩।আগে ব্যাট করা গুজরাটের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ‘পাওয়ার প্লে’তেই দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল আউট, দলীয় রান উঠেছে ৪২। তখন মনে হয়েছে, আজ বুঝি রান গত কয়েক দিনের মতো দুই শ ছাড়াবে না। কিন্তু আইপিএলের ইমপ্যাক্ট-সাব নিয়মের সুবিধা কাজে লাগিয়ে গুজরাটের রানটা আরও একবার দুই শ টপকে যায়। দারুণ ছন্দে থাকা সাই সুদর্শন তিনে নেমে ক্রিজে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত টিকে থেকে খেলেছেন ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস। ৮টি চার ও ৪টি ছক্কা ছিল তাঁর ১৭১ স্ট্রাইকরেটের ইনিংসে। সুদর্শনের চেয়ে দ্রুত রান তুলেছেন শাহরুখ খান। ৩০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রান করেছেন এই দীর্ঘদেহী ব্যাটসম্যান, স্ট্রাইকরেট ১৯৩। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম গুজরাট।
সংক্ষিপ্ত স্কোর:
গুজরাট টাইটানস: ২০ ওভারে ২০০/৩ (সুদর্শন ৮৪*, শাহরুখ ৫৮, মিলার ২৬*; স্বপ্নীল ১/২৩, সিরাজ ১/৩৪, ম্যাক্সওয়েল ১/২৮)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬ ওভারে ২০৬/১ (জ্যাকস ১০০*, কোহলি ৭০*, ডু প্লেসি ২৪; কিশোর ১/৩০, ওমরজাই ০/১৮, নুর ০/৪৩)।
ফল: বেঙ্গালুরু ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: উইল জ্যাকস (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct