নিজস্ব প্রতিবেদক, হাসনাবাদ, আপনজন: হাসনাবাদের এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে ঘটল বিস্ফোরণ। ঘটনাটি শনিবার হাসনাবাদ পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামের দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ ঘটে। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটের প্রার্থী হয়েছিলেন দিলীপের দাদা নিমাই দাস। জানা যায় দিলীপের স্ত্রী শ্যামলী দাস বাড়িতে রান্না করছিলেন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শ্যামলী আতঙ্কে ছুটে গিয়ে পাশের পুকুরে ঝাপ দেন, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান হাসনাবাদ থানার পুলিশ। এরপর খবর দেওয়া হয় সিআইডি এর বোম স্কোয়াড ও ফরেনসিক দলকে। এরপর বিজেপি নেতার ভাই দিলীপ দাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দিলীপ দাসের দাদা তথা বিজেপি নেতা নিমাই দাস। তিনি বলেন গতরাতে তারা ধর্মীয় অনুষ্ঠানে বাড়ির বাইরে ছিলেন সে সময় রান্নাঘরের মধ্যে কে বা কারা বোমা রেখে চলে যায় এবং সেই বোমা বিস্ফোরণ ঘটে। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হাসনাবাদ এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, বিজেপি বোমা মজুদ করে রেখেছিল দিলীপ দাসের বাড়িতে এবং সেটি থেকে বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন বিজেপির মূল লক্ষ্য ছিল লোকসভা নির্বাচনের সন্ত্রাস করার তাই বোমা মজুদ করে রেখেছিল। সন্দেশখালিতে যেভাবে সিবিআই এনএসজি তদন্ত হয় এখানে সেইভাবে তদন্ত করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct