নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া পুরবোর্ডের তৎকালীন মেয়র থাকাকালীনই ‘ক্যা’ লাগু করার অনুমতি দিয়েছিলেন বর্তমান বিজেপির হাওড়া সদরের প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তৃণমূল একদিকে সিএএ অর্থাৎ ক্যা নিয়ে প্রকাশ্যে সরব হলেও ভিতরে ভিতরে বিজেপির সঙ্গেই তারা রয়েছে। শনিবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হাওড়া সদরের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচীর আরও অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে টাকা দিয়ে বিজ্ঞাপন সংস্থার বোর্ড ভাড়া করে নারী সুরক্ষা নিয়ে “মহিলা আত্মরক্ষা সমিতি”, এবং “মহিলা আত্মমর্যাদা কেন্দ্র” সম্বলিত সিপিএমের বিজ্ঞাপন খোলাতে বিজ্ঞাপন সংস্থাকে হুমকি ও চাপ দিয়ে বিজ্ঞাপন বন্ধ করেছে তৃণমূল কংগ্রেস। এমন ঘটনা ঘটেছে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল চত্বরে। এনিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব-সহ স্থানীয় ক্লাব সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলেন সব্যসাচী। শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এছাড়া বেলুড়ের কেদারনাথ মাল্টি-স্পেশালি হাসপাতালের দূরাবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct