হায়রে গরম
সুচিত চক্রবর্তী
হায়রে গরম ভ্যাপসা গরম
গরমে টেকা দায়,
ভাবছি কবে বৃষ্টি হবে
প্রাণ যায় প্রাণ যায়।
চারদিকেতে কেবল বাড়ি
কোথায় গাছপালা ?
হাওয়া এখন খেলছে না আর
গরমের কি জ্বালা।
হায়রে গরম ভ্যাপসা গরম
আকাশ বাতাস চুপ,
গাছ-গাছালি মনে মনে
হাসছে এখন খুব।
পাখপাখালির কাছে এবার
গাছগাছালি বলে-
প্রকৃতিকে ধ্বংস করে
যাচ্ছে রসাতলে।
গরম গরম ভাপসা গরম
বাঁচার উপায় আছে,
সবাই যদি একটি গাছ
লাগায় বাড়ির কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct