নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজার চত্বরে ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নির্বাচনী জনসভায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দলীয় সূত্রে জানা গেছে। শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে আসেন মালদা জেলা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা।কিভাবে অবতরণ করবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, হেলিপ্যাড ও প্যান্ডেল তৈরির কাজ কতটুকু এগিয়েছে, সভাস্থলের প্রবেশ এবং প্রস্থান পথ কোন দিক থেকে থাকবে সমস্তটাই খতিয়ে দেখেন পুলিস আধিকারিকরা। এদিকে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ব্যাপক উৎসাহিত ঘাসফুল শিবির। তাদের দাবি এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে। মোদীর জনসভার থেকেও ভিড় দ্বিগুণ হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct