অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট লোকসভা নির্বাচনে ১৩ জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দি। শনিবার করা নিরাপত্তা প্রহরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গুলি স্ট্রং রুমে রাখা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ও প্রার্থীর এজেন্ট এবং কমিশনের অবজার্ভারের উপস্থিতিতে তালাবন্ধ করে সিল করা হয়েছে এদিন। ইভিএম ভিতরে ঢোকানোর পর স্ট্রংরুম তালাবন্ধ করার সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে।প্রসঙ্গত, বালুরঘাট লোকসভা কেন্দ্রে গত ২৬ এপ্রিল ভোট হয়। এই কেন্দ্রের লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন, গঙ্গারামপুর, কুশমণ্ডি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার। দ্বিতীয় দফার নির্বাচনে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র, বিজেপির সুকান্ত মজুমদার ও আরএসপি’র তরফে জয়দেব সিদ্ধান্ত৷ কী রয়েছে তাঁদের ভাগ্যে, তা এখন বালুরঘাট কলেজের স্ট্রং রুমেই সীমাবদ্ধ৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ জওয়ান ও রাজ্য পুলিশ ৷
জেলা নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট লোকসভা আসনে মোট ভোটার ১৫,৬১,৯৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭,৯৮,২১৭ জন, মহিলা ভোটারের সংখ্যা ৭,৬৩,৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮১ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ১৫৬৯ টি। এর মধ্যে ২৬ তারিখে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ১২৩৫৩৪০ জন ভোটার। অর্থাৎ, মোট ভোটারের প্রায় ৭৯.০৯ শতাংশ ভোট দিয়েছেন। যার মধ্যে ৬১৬৬৬৭ জন পুরুষ, ৬১৮৬৪৯ জন মহিলা ও ২৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।উল্লেখ্য, দ্বিতীয় দফা নির্বাচনের দিন কুমারগঞ্জ, বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি বালুরঘাট কলেজে নিয়ে আসা হয়। অন্যদিকে, শনিবার হরিরামপুর, কুশমন্ডি ও ইটাহার বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি করা নিরাপত্তায় বালুরঘাট কলেজে নিয়ে আসা হয়। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে সেগুলি এখন রয়েছে স্ট্রং রুমে। সিসি ক্যামেরায় মোড়া রয়েছে স্ট্রং রুম সহ কলেজ ক্যাম্পাস। মোট ১৫৬৯ টি ইভিএম বালুরঘাট কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে। যার মধ্যে ১৩ জন প্রার্থীর ভাগ্য বন্দি রয়েছে ।এ বিষয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা জানান, ‘সব মিলিয়ে সাতটা স্ট্রং রুম রয়েছে। প্রত্যেকটি বিধানসভার জন্য একটি করে স্ট্রং রুম করা হয়েছে। সাতটি বিধানসভার ইভিএম গুলি স্ট্রংরুমে সিল করার কাজ চলছে। সিআরপিএফ এর নজরদারীতে রাখা হয়েছে। বাইরের দিকে রাজ্য পুলিশ থাকছে। প্রার্থী নিজে বা তাঁর প্রতিনিধির গ্রাউন্ড ফ্লোরে থাকার ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ স্ট্রং রুম চত্বর সিসিটিভি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে। প্রার্থী কিংবা তাঁর প্রতিনিধি যদি স্ট্রং রুমে থাকা ইভিএমগুলো দেখতে চান, দিনে একবার নির্দিষ্ট নিয়মকানুন মেনে দেখানোর ব্যবস্থা থাকছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct