রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ৮ বছর পর কোর্টের নির্দেশে বাড়ির জায়গার সীমানার দখল বুঝে পেলেন জীবন্তির লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা ।শনিবার কোর্টের নির্দেশে আত্মীদের বিবাদ সংক্রান্ত চার ভাগের জায়গার সীমানা ঢেড়ি পিটিয়ে, লাল নিশান দিয়ে সীমানা বুঝিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির লক্ষীনারায়ানপুর গ্রামের বাসিন্দা ডাক্তার আলমগীর, শিক্ষক কমল সেখ ওরফে নোওয়াজিসদের আত্মীয় রহিমা বিবি সঙ্গে ১৫ শতক জায়গার সীমানা দখল সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিনের সমস্যা । এই বিষয়ে ২০১৬ সালে দেনাদার হিসাবে কান্দি মহকুমা আদালতে মামলা করেছিল রহিমা বিবি । ৮ বছর পর কান্দি সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের পক্ষ থেকে গত ২৫ তারিখ সেই মামলার রায় দেওয়া হয় চার ভাগের জায়গার সীমানা বুঝিয়ে দেওয়ার জন্য, সেই মতো কোর্টের নির্দেশে শনিবার লক্ষীনারায়ান পুর গ্রামে প্রশাসনের পক্ষ থেকে গ্রামে ঢেড়ি পেটিয়ে চার ভাগের বাড়ির জায়গার প্রত্যেকের সীমানা খুটি মেরে লাল নিশান দিয়ে নির্দেশ করিয়ে দেওয়া হয়। এই রায়ে খুব খুশি বিলে জানিয়েছেন বাদী ডিগ্রিদার পক্ষের ডাক্তার আলমগীর, শিক্ষক কমল সেখ ওরফে নোওয়াজিস। তবে এ বিষয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন বিবাদী পক্ষের রহিমা বিবি, যদিও ক্যামেরারর সামনে মুখ খুলতে চাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct