নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: উত্তর মালদায় বিজেপির হয়ে ভোটে কে যেন দাঁড়িয়েছে খগেন মুর্মু। এরা কারা। আমি যখন বিধানসভায় ছিলাম আমার উল্টো দিকে বসত। তখন চুপ করে থাকতো। এমপি মানে কি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মত এমপি লড়াই করবে। পুলিশে লড়াই করেছে এখন এমপি হয়ে লড়াই করবে। খগেন মুর্মু কিসের এমপি কাউন্টিং । কাউন্টিং মানে জানেন। শনিবার মালদায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় এভাবেই বিজেপি প্রার্থীকে রাজনৈতিক নিশানা করেন ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, বিজেপি প্রার্থী সকালে যখন গরু চড়াতে যায় রাত্রিবেলা যখন ফেরে তখন এক দুই তিন চার এই পাঁচটা আমাদের গরু। ভেড়া কটা আছে? আমার তো ১১ টা ভেড়া এক দুই তিন করে নিয়ে যা।ও ১১ টা হয়ে গেছে? হ্যাঁ নিয়ে যা এরা হচ্ছে কাউন্টিং এর ভেড়া। চারশো গুনছেন ৪০০ এমপি নয় ,৪০০ টি ভেড়া চাইছে। এরা সব ভেড়া, জি হুজুর জি হুজুর । সংসদে গিয়ে বলার ক্ষমতা আছে। যেখানে গিয়ে বাংলার মানুষের কথা, মালদার মানুষের কথা ১০০ দিনের টাকা ফেরানোর কথা বলতে পারবে। ওখানে গিয়ে ভ্যা ভ্যা করবে। এমনি মন্তব্য করেন মালদার রতুয়ার নির্বাচনী প্রচারে এসে ফিরহাদ হাকিম। পাশাপাশি রতুয়ার সম্বল পুর এলাকায় ফিরহাদ বলেন, ভোট কাটাকাটি করার জন্য কংগ্রেস প্রার্থীরা লড়াই করছেন। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাস্ত করতে চাইছে। বিজেপির দালাল হয়ে কাজ করছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসুন ব্যানার্জীর সমর্থনে নির্বাচনী জনসভাতে এইভাবে কংগ্রেসকে আক্রমন করলেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন কংগ্রেস এক ন্যাংড়া সাথে সিপিএম ন্যাংড়া। দুইজন মিলে জোট করে নির্বাচনে লড়ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস পারবে লড়াই করতে। ফিরহাদ হাকিম আরো বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেড়া ও ছাগল বিজেপির প্রার্থীরা।পাল্টা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, যারা তোয়ালায় মুড়ে টাকা নেয়,গরু, কয়লা চাকরি সব খায় তাদের মুখে এসব কথা মানায় না। ওদের মুখ্যমন্ত্রীর সভায় লোক হয় না ।মালদায় প্রধানমন্ত্রী সভায় লোক দেখে আতঙ্কিত হয়ে পড়েছে আর সেই কারণেই এসে এসব ভুলভাল কথা বকছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর হয়ে শনিবার মালদহের রতুয়ার চাঁদমণী-১ অঞ্চলে এবং সম্বলপুর অঞ্চলে মন্ত্রী ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম জনসভা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct