আপনজন ডেস্ক: ২০১৫–১৬ মৌসুমে রূপকথার গল্প লিখে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লেস্টার সিটি। হিসাবের বাইরে থাকা দলটির শিরোপা জয় শুধু ইংলিশ ফুটবলেই নয়, বিশ্ব ফুটবলেই স্মরণীয় এক ঘটনা হয়ে আছে। চলতি মৌসুমে জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন লিগ শিরোপা নিশ্চিত করার পরও প্রাসঙ্গিকভাবে সামনে এসেছে লেস্টারের সেই ইতিহাস গড়ার প্রসঙ্গ।কিন্তু লেভারকুসেনের সঙ্গে লেস্টারকে মিলিয়ে যখন আলোচনা চলছিল, তখন ইংল্যান্ডের ক্লাবটি চালিয়ে যাচ্ছিল শীর্ষ স্তরে ফিরে আসার লড়াই। আগের মৌসুমে প্রিমিয়ার লিগের ১৮ নম্বরে থেকে শেষ করায় দ্বিতীয় স্তরে নেমে যেতে হয়েছিল লেস্টারকে। তবে ফেরার লড়াইয়ে অবশেষে জিতেছে ‘ফক্সেস’রা। গতকাল রাতে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে লিডস ইউনাইটেড ৪–০ গোলে হেরে যাওয়ায় নিশ্চিত হয়েছে লেস্টার সিটির প্রিমিয়ার লিগে ফেরা।ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে আছে লেস্টার। ৪৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯৪। দুইয়ে থাকা লিডসের পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০। লিডসের সামনে আর ম্যাচ আছে একটি। এই এক ম্যাচে লিডসের পক্ষে লেস্টারকে টপকানো সম্ভব নয়। অন্যদিকে তিনে থাকা ইপসউইচের পয়েন্ট ৪৩ ম্যাচে ৮৯। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে একমাত্র তাদের সামনে সুযোগ আছে পরের তিন ম্যাচে লেস্টারকে টপকে যাওয়ার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct