নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রয়োনজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আসায় প্রহর গুনছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আসায় নদিয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে। শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতিনিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে। ডাকা হল পুরোহিত। হল সিঁদুর দান এবং মালা বদল।যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিয়ে দিয়ে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct