সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বাম কংগ্রেস জোটের প্রার্থী মোঃ সেলিমের সমর্থনে ডোমকল জনকল্যাণ মাঠে জনসভায় জনপ্লবন দেখা গেল এদিন কর্মী সমর্থকদের। অধীর চৌধুরি ও মুহাম্মদ সেলিম স্টেজে উঠতেই ইনক্লাব ও বন্দেমাতারম স্লোগান উঠে কর্মী সমর্থকদের।যুব কংগ্রেসের উদ্যোগে বিশাল ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান বহরমপুর লোকসভা ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী মোঃ সেলিম ও অধীর চৌধুরীকে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ডোমকলের বিধায়ক আনিসুর রহমান, রানীনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ কুদ্দুস আলী,বামের জেলা সম্পাদক জামির মোল্লা সহ ব্লকের একাধিক বাম কংগ্রেসের নেতৃত্ব।এদিনের সভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী একাধিক ভাষায় আক্রমণ করেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন ইন্ডিয়া জোটের কথা যারা আগে বলেছিলেন তারাই আগে পালিয়ে এসেছেন তাদের মধ্য রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা। তাই মুখে জোটের কথা বললেও আদতে বিজেপির হয়ে কাজ করছেন মমতা। তাই এই জেলায় শুধু না গোটা রাজ্যর বাম কংগ্রেস জোটের প্রার্থীদের জয়ী করতে হবে, বিশেষ করে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য অধীর বলেন প্রয়োজনে জান দিয়ে লড়াই করে সেলিমকে জেতাতে হবে সেই কাজে কোনো ঘরটি রাখা যাবে না কংগ্রেস কর্মীদের।
তিনি আরো বলেন, মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারবে না তৃণমূল কংগ্রেস,তাই তৃণমূল কে ভয় পেয়ে লাভ নেই যদি কোথাও বুথ দখল করতে যায় আমাদের খবর দেবেন, আমরা দেখে নেব বলেও কর্মীদের মনোবল বাড়ায়। সেলিমের সম্পর্কে অধীর বলেন পার্লামেন্টে যোগ্য সাংসদ সেলিম তার বক্তব্য বিজেপিকে চুপ করে দিয়েছে তাই তার মতো যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে।এদিনের সেলিম তার বক্তব্যর মধ্য বলেন আমাদের এই জোট শুধু লোকসভা নির্বাচনের জন্য নয় এই জোট আগামী বিধান সভাতেও একই ভাবে লড়াই করবে বলে তিনি জানান। তাই ২০২৪সালে তো জিতবোই আর ২০২৬সালে ১৪তোলা থেকে মমতা কে জোটের সমর্থনে নামিয়ে ছাড়ব। তিনি আরো বলেন এই নির্বাচন শুধু বাম বা কংগ্রেসের না এই নির্বাচন মানুষের অধিকার অর্জনের লড়াইয়ের ,তাই যেমন আমি মুর্শিদাবাদ লোকসভায় দাঁড়িয়েছি বামের প্রার্থী ঠিক তেমন ভাবে বহরমপুরে অধীর দাঁড়িয়েছে কংগ্রেসের প্রতীকে তাই আমাদের সকলকে মিলে একসঙ্গে জোট প্রার্থী দের জয়ী করতে হবে। তিনি আরো বলেন তৃণমূল পুলিশ ছাড়া একলা চলতে পারেনা তাই পুলিশ বাদ দিলে তৃণমূলের কাউকে খুঁজে পাওয়া যাবে না ।আগামী ১৩ মে পর্যন্ত আজকের যে জোস সেই জোস ধরে রাখতে হবে আমাদের বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct