মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন অভিষেক ব্যানার্জি । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদী বলেছে ১০ বছরে তার সরকার টেলার দেখিয়েছে, এই ট্রেলার হচ্ছে ৪০০ টাকার গ্যাস হাজার টাকায় । চল্লিশ টাকার পেট্রোল ১০০ টাকায়, ৪০ টাকার ডিজেল ৯০ টাকায়, ৪০ টাকার ডাল ১৫০ টাকায়, ১৭ টাকার কেরোসিন ৭৫ টাকায়, ৭০ টাকার রসুন ৪৭০ টাকায় ,৫৫ টাকার সরষের তেল ২৫০ টাকায়। মমতা ব্যানার্জির সরকার লক্ষীর ভান্ডার দিচ্ছে মা-বোনেদের হাজার টাকা করে আর কেন্দ্রের বিজেপি সরকার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার জন্য হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে। অভিষেকের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার ইশতেহার প্রকাশ করেছে সেখানে অন্ন ,বস্ত্র , বাসস্থান, চাকরি এ বিষয় নিয়ে কোন কথা নেই তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ভোট। দেশের সংবিধানকে তারা নষ্ট করতে চাইছে। অনেকে আয়ুষ্মান ভারতে নিয়ে কথা বলতে চান আমরা বাংলায় প্রায় ১০ কোটি মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা দিচ্ছি ।সেখানে আয়ুষ্মান ভারতের সুযোগ পেতে গেলে সুযোগ পেতে মাত্র ৮০ লক্ষ মানুষ। তাও সেই সব মানুষ সুযোগ পেতো না যাদের হাতে মোবাইল আছে যাদের বাড়িতে টিভি আছে রেডিও আছে মোটরসাইকেল আছে তারা এই সুযোগ সুবিধার মধ্যে আসতেন না। আমাদের স্বাস্থ্য সাথী যার মোবাইল আছে মোটরসাইকেল আছে তারাও কিন্তু এই স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত। কেন্দ্রের বিজেপি সরকার এক লক্ষ ৬৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে।
অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি তপশিলি জাতির বিষয়ক প্রশ্ন তুলেছিলেন তার উত্তরে কেন্দ্রের সামাজিক ন্যায় বিচারক মন্ত্রী রামদাস অটোওয়াল যে তথ্য দিয়েছিলেন ২০১৭ সালে ৪৩ হাজার তপশিলিদের ওপর অপরাধ সংগঠিত হয়েছিল । ২০২১ সালে সেটা দাঁড়িয়েছে ৫১০০০। তার মধ্যে ডাবল ইঞ্জিন সরকার যোগীর সরকারের তপশিলিদের উপর অত্যাচার সংখ্যা ছিল ১৩ হাজার ১৪৬ টি , তপশিলিদের প্রতি অপরাধের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বিজেপি শাসিত সরকার রাজস্থান। তিন নম্বরে আছে বিজেপি শাসিত সরকার মধ্যপ্রদেশ । চার নম্বর ও পাঁচ নম্বর আছে মহারাষ্ট্র ও বিহার । প্রত্যেকটি বিজেপি শাসিত সরকার। অভিষেক ব্যানার্জি আরো বলেন এই কেন্দ্রে অসীম সরকার ভোট চাইতে এলে তাকে জিজ্ঞাসা করুন হরিণ ঘাটার বিধায়ক থাকাকালীন তিনি তপশিলিদের জন্য কি করেছেন তার কেন্দ্রের সরকার কি করেছেন। দেশের প্রধানমন্ত্রী মোদী বলছেন যারা মাছ খায় তারা হচ্ছে হিন্দু বিরোধী। আপনারা হাত তুলুন কারা কারা মাছ খান না। যারা মাছ খান তারা হাত তুলুন। অভিষেক বলেন, বিজেপি সরকার সংবিধান বদল করতে চায়, পাঁচবারের ভোটকে একবার করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct