আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে যে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম হল শতবছররের পুরনো দল ক্ষমতায এলে সংখ্যালঘুদের গরুর মাংস খাওয়ার অধিকার দেবে, যা গরু জবাইয়ের অনুমতি দেওয়ার সমান।যোগী আদিত্যনাথকে উদ্ধৃত করে উত্তরপ্রদেশ বিজেপির তরফে বলা হয়েছে, এই নির্লজ্জরা ‘গোমাওমান’ (গরুর মাংস) খাওয়ার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, অথচ আমাদের ধর্মগ্রন্থে গরু মাতা বলা হয়। তারা কসাইয়ের হাতে গরু তুলে দিতে চায়। ভারত কি কখনও এটা মেনে নেবে? যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, তারা সংখ্যালঘুদের তাঁদর পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা দিতে চেয়েছিলেন, অর্থাৎ তাঁরা গোহত্যার অনুমতি দেওয়ার কথা বলছেন। উল্লেখ্য, গোমাংস রফতানির নিরিখে উত্তরপ্রদেশ দেশের অন্যতম অগ্রণী রাজ্য। পাশাপাশি, একটি গরুর মাংস রফতানিকারক সংস্থা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে অনুদান দিয়েছিল।সম্ভল লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থী পরমেশ্বর লাল সাইনির পক্ষে সমর্থন আদায়ের জন্য আদিত্যনাথ মোরাদাবাদ জেলার বিলারিতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানেই তিনি এই কথাগুলি বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিধ্বনি করে যোগী কোনও প্রমাণ ছাড়াই অভিযোগ করেছেন যে কংগ্রেস ‘স্ত্রীধন’ (মহিলাদের সম্পদ) বাজেয়াপ্ত করতে চায় এবং তা রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করতে চায়।তার আরও দাবি, কংগ্রেস তাদের ইস্তাহারে জনগণের সম্পত্তির এক্স-রে করার কথা বলেছে। অর্থাৎ কারও বাড়িতে চারটি ঘর থাকলে তার মধ্যে দু’টি তারা নিয়ে যাবে। তার অভিযোগ, কর্নাটকে তফসিলি জাতি, উপজাতি ও ওবিসিদের যে সংরক্ষণ দেওয়া হয়েছিল, তার বাইরে মুসলিমদের কোটা দেওয়ার চেষ্টা করেছে ওরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct