আপনজন ডেস্ক: দ্বিতীয় দফায় নির্বাচন শুক্রবার। রাজ্যে নির্বাচন হবে বালুরঘাট দার্জিলিং ও রায়গঞ্জ- এই তিনটি কেন্দ্রে। এই তিন কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪৭। নিবার্চন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম পর্যায়ের মতো এই পর্যায়ে ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েকটি স্যাডো জোন রয়েছে। সেই সমসত জায়গায় সিসিটিভির মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে।এছাড়াও পর্যাপ্ত সংখ্যায় মাইক্রো অবজারভাররা উপস্থিত থাকবেন।সব বুথেই থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় প্রায় দ্বিগুণ সংখ্যায় কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। তাই কোথাও কোনও অশান্তির খবর পেলেই তারা দ্রুত সেই বুথে পৌঁছে যেতে পারবেন টিমের সদস্যরা। পর্যাপ্ত পরিমাণে ফ্লায়িং স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জলোকসভা কেন্দ্রে মাইক্রো অবজারভারের সংখ্যা ১৬৯। পাশপাশি রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও থাকছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭৩০টি। তার মধ্যে ‘সমস্যাযুক্ত’ পোলিং স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে ৪১৮টি বুথ। এই কেন্দ্রে দিকেই একন নজর সবার। কারণ, এবার গতবার বিজেপির দেবশ্রী চৌধুরি ভোট কাটাকাটির জেরে জিতেছিলেন। এবার জোর লড়াই হবে কংগ্রেসের ইমরান আলি রামজ ও তৃণমূলের কানাইলাল আগরওয়ালের মধ্যে।দার্জিলিংয়ে মাইক্রো অবজারভার থাকছেন ২০২জন। দার্জিলিঙে মোট ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকছে। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৯৯ টি। মোট বুথের মধ্যে সমস্যাযুক্ত পোলিং স্টেশন রয়েছে ৪০৮ টি।বালুরঘাটে মাইক্রো অবজারভারের সংখ্যা ১২৫ টি। এই কেন্দ্রে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। বালুরঘাটে মোট বুথের সংখ্যা ১৫৬৯। যার মধ্যে সমস্যাযুক্ত বুথ ৩০৮টি। এদিকে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দ্বিতীয় দফায় তিন কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশের মোট ১২৯৮৩জন কর্মী মোতায়েন থাকবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাওয়া তথ্য অনুসারে এই তিন কেন্দ্রে সব থেকে দুর্গম কেন্দ্রটি অবস্থিত দার্জিলিং কেন্দ্রে। দার্জিলিঙের দুর্গম বুথটি রয়েছে শ্রীখোলা গ্রামে। প্রায় ৬৯০০ ফুট উপরে রয়েছে শ্রীখোলা গ্রাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct