আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শ্রম আইনের মাধ্যমে এই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।শিক্ষকদের চাকরি যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার শীর্ষ আদালতের রায় না দেওয়া পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন দেওয়ার কথাও ভাবছে। যেহেতু তারা প্রায় পুরো এপ্রিল মাস কাজ করেছে, তাই তাদের এ মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হযেছে বলে আধিকারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য,পশ্চিমবঙ্গের সরকার পোষিত স্কুলগুলিতে এসএসএসি-র(এসএলএসটি ২০১৬) নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করা ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানায়, সরকারি নিয়োগের তারিখ শেষ হওয়ার পর সরকারিভাবে উপলব্ধ ২৪,৬৪০ টি শূন্যপদের বাইরে নিয়োগ করা হয়েছে এবং যারা ফাঁকা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট জমা দিয়েছেন কিন্তু নিয়োগ পেয়েছেন, তাদের চার সপ্তাহের মধ্যে বার্ষিক ১২ শতাংশ সুদে প্রাপ্ত সমস্ত পারিশ্রমিক এবং সুবিধা ফেরত দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct