আপনজন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় ১৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ দুটি ঘটনায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসে তিউনিসিয়া উপকূলে প্রায় ২০০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেলো। তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে জিবুতি উপকূলে নৌকাডুবে ১৬ জনের মৃত্যুর পাশাপাশি ২৮ জন নিখোঁজ রয়েছেন। ৭৭ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি উপকূলে ডুবে যায়। নৌকাটিতে শিশুও ছিল।২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct