নিজস্ব প্রতিবেদক, মগরাহাট, আপনজন: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, মগরাহাট আঞ্চলিক কমিটির (দক্ষিণ চব্বিশ পরগনা) উদ্যোগে মগরাহাট প্রগতি কোচিং সেন্টারে আজ যথাযথ মর্যাদা সহকারে পালিত হল আন্তর্জাতিক গ্রন্থ দিবস। গ্রন্থ আলোচনা, গান, কবিতা, বক্তব্যে মনোজ্ঞ ছিল এদিনের অনুষ্ঠান। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্য নিয়ে আলোচনা করেন নিরাশাহরণ নস্কর, দিনটির গুরুত্ব ও রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিয়ে বক্তব্য রাখেন মনজুর আহমেদ, সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ নিয়ে আলোচনা করেন সেহেলি রহমান। আবৃত্তি পরিবেশন করেন মহঃ হাফিজুল শেখ, রফিকুল হাসান গাজী প্রমুখ। সংগঠনের বাইরের বহু গ্রন্থপ্রেমী মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আজকের সভার সভাপতি কবি ও নাট্যকর্মী লক্ষ্মণ চন্দ্র নস্কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct