নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিতালী বাগের সমর্থনে এক সভায় বক্তব্য রাখছেন পুরশুড়া প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দ। কর্মীদের উদ্দেশ্যে প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে সেইগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। কোন সরকারের আমলে এত উন্নয়ন হয় নি। এই সরকারের আমলে প্রচুর মানুষের সরকারি সুযোগ-সুবিধা ও কর্মসংস্থান বেড়েছে।তাই সকলেই এক হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগকে বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেই বার্তা তিনি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দদের কাছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct