আপনজন ডেস্ক: ইসরায়েলে হামলার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান বলেন, ‘ইরানের বিরুদ্ধে আরো বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি দুঃখজনক।’ তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ইরান ইসরায়েলের আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তাই ইসরায়েলকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করা ইইউর উচিত হবে না।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইসরায়েল বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এ বিষয়ে ইইউর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’ ১ এপ্রিল সিরিয়ায় ইরান কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশ ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী। এর কয়েক দিন বাদেই শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এরই মধ্যে ইরানের সামরিক শক্তির লাগাম টানতে চলমান নিষেধাজ্ঞা আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিগগিরই এ কার্যক্রম শুরুর অঙ্গীকারও করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct