অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘কেন্দ্র সরকার একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিনা আমার সন্দেহ রয়েছে।’ মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে এসে বললেন দীপক অধিকারী (দেব)। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেন দেব। তিনি বলেন,‘আমরা কেন্দ্র সরকারকে ১০ বছর ধরে দেখছি। কখনো বলছে এটা করব, কখন বলছে ওটা করব। ভোট নিয়ে জিতেছে এবং চলেও যাবে। কিন্তু জেতার পরে একটা প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিনা আমার সন্দেহ রয়েছে।’অভিনেতা দেব বলেন, ‘২০২১ এ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বলেছিল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প নিয়ে আসবে। ২১৫ টা সিট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। আমাদের নেত্রী ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাস্তবায়িত করেছে। ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সব বাস্তবায়িত হয়েছে।’প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে দেব জানান, ‘কেন্দ্র সরকার ২০২১ সালে হেরে যাবার পর আমাদের সমস্ত টাকা আটকে দিয়েছে! ১০০ দিনের কাজের টাকা, জিএসটি’র টাকা, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। কেন্দ্র সরকার নিজের হার মানতে পারেনি বলে এটা করেছে। আমাদের নেত্রী আবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি বলেছিলেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে আমরা দেব। তিনি দিয়েও দিয়েছেন।’ তৃণমূলের তারকা প্রার্থী বলেন, ‘কে জিতবে, কে হারবে সেটা পরের বিষয়। যদি কাজ নিয়ে ভোট হয়, কে সবচেয়ে বেশি কাজ করেছে, যদি ভোট হয় কে কতটা মানুষকে ভালো রেখেছে, যদি ভোট হয় কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে তবে চোখ বন্ধ করে বলুন কে জিতবে?’দেব বলেন, ধর্ম নয়, নির্বাচন হোক উন্নয়নের নামে। ‘আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যাকে ইচ্ছা ভোট দিন। কিন্তু ধর্মের নামে কখনো ভোট দেবেন না। আমার ধর্ম কি এটা বিষয় নয়। আমরা ভারতীয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ উল্লেখ্য, কুশমন্ডিতে এদিনের জনসভায় দীপক অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের বালুঘাট লোকসভা আসনের প্রার্থী বিপ্লব মিত্র, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, ইটাহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোশারফ হোসেন, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভাওয়াল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct