শেখ কামাল উদ্দীন, বারাসত, আপনজন: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, লাইব্রেরি ও ইনফর্মেশন সায়েন্সের উদ্যোগে এবং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, অশোকনগরের শ্রীচৈতন্য মহাবিদ্যালয়, বসিরহাট কলেজ, নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, হাবড়ার শ্রীচৈতন্য কলেজ ও বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় গতকাল বারাসাতের ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়’এ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ‘বিশ্ব বই দিবস’ সাড়ম্বরে পালিত হয়। ‘বই না, এ.আই’ বিষয়ে একটি বিতর্ক সভা, ‘সমরেশ বসু জন্মশতবর্ষ’ উপলক্ষে তাৎক্ষণিক বক্তৃতা, ‘বই পড়ুন ও বই পড়ান’ বিষয়ে পোস্টার মেকিং ও ‘বুকমার্ক মেকিং’ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের ‘বিশ্ব বই দিবস’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজকুমার কোঠারী। তিনি ছাত্রছাত্রীদের আরও বেশি করে বই পড়ার উপর জোর দেন। বিশ্ববিদ্যালয়ের গ্ৰন্থাগারিক সুশান্ত ব্যানার্জী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অংশগ্রহণকারী কলেজ, বিচারকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিযোগিতার শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct