মনিরুজ্জামান, বারাসত, আপনজন: ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হজ। সেই উদ্দেশ্যে আরব দেশের মক্কা নগরীতে উপস্থিত হতে হয় বছরের একটি নির্দিষ্ট সময়ে। চলতি বছর কলকাতা থেকে হজের প্রথম উড়ান রওনা দেওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১১ মে।হজ যাত্রীদের পরিষেবায় রাজ্য হজ কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। চলতি বছর বাংলার হজ যাত্রীদের ট্রেনিং জেলাওয়ারি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি টীকাকরণ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। মঙ্গলবার এক অনুষ্ঠানে হজ বিষয়ে আলোকপাত করেন হজ কমিটির আমন্ত্রিত সদস্য তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা হাজী একেএম ফারহাদ। তিনি বলেন, বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় হাজীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাংলা তথা দেশের সামগ্রিক কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়ায় আর্জি রাখেন তিনি। পাশাপাশি বলেন,পরিবর্তনের পর রাজ্যের হাজীদের পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে হজ অপারেশন সম্পন্ন হচ্ছে। হাজীদের পরিষেবায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ সকল পদাধিকারী ও নেতৃত্বরা অত্যন্ত সুন্দরভাবে পরিষেবা দিয়ে চলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন হাজীদের পরিষেবা সঠিকভাবে পালন করা হয় ঠিক তেমনি গঙ্গাসাগরেও পূণ্যার্থীদের পরিষেবা সচল রেখে চলেছে।মা মাটি মানুষের সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড যেভাবে প্রতিফলিত হচ্ছে তার জন্যই বাংলার মানুষ খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct