এম মেহেদী সানি, বারাসত, আপনজন: গ্রীষ্মের দাবদাহে জ্বলছে গোটা বাংলা। এমন পরিস্থিতিতে মাঠে কৃষি জমির ধান কাটতে মুখ ফেরাচ্ছেন শ্রমিকরা। তবে এবার কৃষিতে শ্রমিক সংকট নিরসনে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের দিকে ঝুঁকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কৃষকরা মেশিনের সাহায্যে ধান কাটার আগ্রহ দেখাচ্ছেন। এতে তাদের খরচ কম পড়ছে এবং শ্রমিক সংকটের সমাধান হচ্ছে। কৃষকরা বলছেন এক বিঘা জমিতে শ্রমিক দিয়ে ধান কাটা, বাঁধা ঝাড়াই করতে পাঁচ হাজার টাকা মজুরি চাইছে। অথচ মেশিনের সাহায্যে ধান কাটতে মাত্র খরচ হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা। তবে মেশিনের সাহায্যে ধান কাটলে বিচুলি পাওয়া যাচ্ছে না। তবুও মেশিনে ধান কেটে লাভের মুখ দেখছেন কৃষকরা।অনেক সময় বরো ধান কাটার সময় কালবৈশাখী ঝড় আসে। অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশ হয়ে পড়ে। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান পাশাপাশি ধান ঝাড়াই ও হচ্ছে মেশিনেই। এর ফলে খুশি চাষী কূল। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বনগাঁ থেকে বসিরহাটের সীমান্ত সহ সুন্দরবন এলাকার কৃষকরা প্রবল দাবদাহে ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ মিনিটে এক বিঘা জমির ধান কেটে ঝাড়াই করা সম্ভব হচ্ছে। এমন আধুনিক যন্ত্রে এবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলার চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল। আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হতো। অন্যদিকে দিনের পর দিন চাষি কুল দেনায় জর্জরিত হত। উন্নত প্রযুক্তির এই যন্ত্রের মাধ্যমে সেই সমস্যা যে অচিরেই দূর হতে পারে। জেলার উপকৃষি অধিকর্তা নারায়ণ শিকদার বলেন কৃষকরা কাস্টমার হায়ারিং সেন্টার থেকে ধান কাটার মেশিন ভাড়া নিয়ে ধান কাটতে পারবেন, কৃষি দপ্তরের সহযোগিতায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। কোন ফারমার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মাস কোদুকে অর্গানিজেশন তারা এই মেশিন ভর্তুকিতে কিনতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct