মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: আবাস যোজনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল জেলা জুড়ে। সম্প্রতি শতাব্দী রায় প্রচার করছেন। এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকায় প্রতি বাড়ি গিয়ে আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে ছবি এবং আধার কার্ড ও ভোটার কার্ড তুলছেন বলে অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থী দেবাশীষ ধর তিনি জানিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করব। এই নিয়ে মঙ্গলবার বাম কংগ্রেস জোটের বারা ১ নং পঞ্চায়েত প্রধান ও তার সদস্যরা নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাসকে স্মারকলিপি দিলেন। বারা ১ নং পঞ্চায়েত প্রধান সোনালী দাস জানিয়েছেন আদৌ তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই। তাদের নামে আবাস যোজনার ঘর এসছে বলে পঞ্চায়েতে চলে আসছেন। অথচ সেখানে এলাকার তৃণমূলের নেতারা তাদের বাড়ি গিয়ে ছবি তুলে কাগজপত্র জমা নিচ্ছেন বলে অভিযোগ। এটা যে সত্যি। এটা যে দলীয় নির্দেশ। একথা স্বীকার করে নিয়েছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে, মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে মঙ্গলবারই ঘোষণা করেছেন রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আগামী ডিসেম্বরে আবাস যোজনা করে দেবে। যারা প্রকৃত প্রাপক এবং গরিব তাদের প্রত্যেককেই দেওয়া হবে সেই তালিকায় তৈরি হচ্ছে। কিন্তু বিজেপি প্রশ্ন তুলেছে যে, নির্বাচন শুরু হয়ে যাওয়া সত্ত্বেও এরকম প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনা যায় কি যায় না। তার কোনও সদুত্তর দিতে পারে নি তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct