চন্দনা বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি, আপনজন: বৈশাখের তীব্র তাপদহে ভুগছে বাংলা। আর এই গরমে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে এগিয়ে এলো পুলিশ। প্রশাসনের কাজের পাশাপাশি সামাজিক কাজে ও এগিয়ে এলো তাঁরা। জল দান, জীবন দান। এই তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘী থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হল মঙ্গলবার দুপুরে। এইদিন তীব্র তাপ প্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে কাশিনগর বাজারে পথচারী, টোটো চালক, অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবতীর্থ আচার্য, রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা, রায়দিঘী থানার এস আই রাহুল রায় সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিশুদ্ধ পানীয় জল, বাতাসা বিতরণ করা হয়,এবং তীব্র তাপ প্রবাহ কালে কি করনীয় তা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।গরমে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এক ফোঁটা জলের কারণে, তাই রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে কাশিনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয়।এই ব্যবস্থা রায়দীঘি থানার বিভিন্ন জনবহুল মোড়ে করা হবে আগামী কয়েক দিন বলে জানা গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct