আপনজন ডেস্ক: মাদ্রিদে গতকাল অনুষ্ঠিত হলো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট অনুষ্ঠানটি আলোকিত করেন। সেখানে ব্রেকথ্রু অব দ্য ইয়ার বা সেরা নতুন তারকার পুরস্কার পাওয়া রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে দারুণ সময়ও কেটেছে বোল্টের। বেলিংহামকে দেখেই তাঁর সঙ্গে হাত মেলানোর পর আলিঙ্গন করেন অলিম্পিকে ৮ বার সোনাজয়ী বোল্ট। এরপর দুজনে মিলে দুই হাত দুই দিকে ছড়িয়ে একটি উদ্যাপনও করেন। সেটি আসলে মাঠে গোল করার পর বেলিংহামেরই উদ্যাপনের প্রতিরূপ।অনুষ্ঠানে জ্যামাইকান কিংবদন্তিকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলেছে মার্কাটিভি। সেখানেই বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, ১০০ মিটার স্প্রিন্টে কিলিয়ান এমবাপ্পে তাঁকে হারাতে পারবেন কি না? এই প্রশ্ন ওঠার একটি পটভূমিও আছে। এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন আবারও ভাসছে স্পেনের বাতাসে এবং সেটি হওয়ার কথা এ মৌসুম শেষেই। রিয়ালকেন্দ্রিক সংবাদমাধ্যম মার্কার টিভি চ্যানেল তাই খুব স্বাভাবিকভাবেই সর্বকালের সেরা স্প্রিন্টারকে পেয়ে মজার প্রশ্নটি করেছে। আর বল পায়ে ২৫ বছর বয়সী এমবাপ্পের গতি নিয়েও তো প্রশ্ন চলে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct