আসিফ রনি, নবগ্রাম, আপনজন: নবগ্রামে প্রচারে এসে ফের সাগরদিঘী মডেলের কথা অধীরের মুখে। ‘সাগরদিঘী মডেল’ সাগরদিঘী উপনির্বাচনে এই মডেলে হাত চিহ্নে জিতেছিলেন বায়রন বিশ্বাস। যদিও দল পরিবর্তন করে গিয়েছেন তৃণমূল। এবার লোকসভা নির্বাচনে অধীরের মুখে আবারও সেই সাগরদীঘি মডেলের কথা শোনা গেল। মঙ্গলবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে নবগ্রামে সভা অনুষ্ঠিত হয় বাম কংগ্রেস জোটের সভা। নবগ্রাম সিপিএম পার্টি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের সভা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। দুর্নীতিমুক্ত দেশ গড়তে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মর্তুজা হোসেনের উপস্থিতিতে এই সভা করা হয় নবগ্রামে।এদিন অধীর চৌধুরী একাধিক ভাবে তৃণমূলকে আক্রমণের পাশাপাশি আবারো তার মুখে শোনা গেল সাগরদিঘী মডেলের কথা, সঙ্গে ছিল কিছুটা আক্ষেপও।এদিন তিনি বলেন, সাগরদিঘীতে আমরা তৃণমূলকে হারিয়েছিলাম, প্রমাণ হয়েছিল তৃণমূল কোন অপরাজীয় শক্তি নয়। সেদিন আমরা বলেছিলাম এই মডেলে বাম কংগ্রেস একত্রিত হয়ে আগামী দিনে আমরা ভোট করব, এবারও আমরা সেই প্রতিশ্রুতি মতো এগোচ্ছি। সাগরদিঘীর মতো বাম কংগ্রেস একত্রিত হয়ে জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থীকে আমরা জিতাবো।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিএম নেতা জামির মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মোর্তুজা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct