সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, জে এ সেখ, ভাতার, আপনজন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক নেতা নেত্রী মন্ত্রী সহ সকলের চাপ ততোই বেড়ে চলেছে। তাইতো প্রখর রৌদ্রের দাবদাহের মধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার,সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সেরূপ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার হাসনে ও পূর্ব বর্ধমানের ভাতারে দুটি জনসভা করেন।বীরভূমের হাসনের পর পূর্ব বর্ধমানের ভাতারে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান-পূর্বের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী সভায় উপস্থিত হন। সেখান থেকে তিনি তার বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরে জেলাবাসী কে তৃণমূলের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কালনা থেকে একটা ব্রিজ করে দিচ্ছি প্রায় দু হাজার কোটি টাকা দিয়ে, যেটা শান্তিপুরে গিয়ে মিশবে। দেউচা পাঁচামি তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে এবং সেখানে ১ লক্ষ লোকের কাজ হবে। তাছাড়া, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের আলাদা একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। বন্যায় মানুষের সমস্যা আটকাতে দামোদরের নিম্ন অববাহিকায় তিন হাজার কোটি ব্যয়ে প্রকল্প করা হচ্ছে। মমতা বলেন, ভোটটা ওদের দেবেন কেন? কেন্দ্রের যা যা দায়িত্ব ছিল, তারা একটাও পালন করেছে কি ? ১০০ দিনের কাজের টাকা আমরা দিলাম ৫৯ লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য “কর্মশ্রী” প্রকল্প করলাম, যাতে আমরা ৫০ দিনের কাজ জবকার্ড ধারীদের দিতে পারি।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি না করলেই বলছো, খেতে দেওয়া হবে না। অধিকার কেড়ে নেওয়া হবে। এনআরসি করা হবে। ক্যা করা হবে। ইউনিফর্ম সিভিল কোড করা হবে। সবকিছু বন্ধ করে দেওয়া হবে। শিক্ষক দুর্নীতি মামলায় ২৫ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে মমতা নিশানা করেন শুভেন্দু অধিকারীকে। মমতা বলেন ‘সবচেয়ে বড় কুকর্মটা করেছে সে, তার নাম- বড় গাদ্দার। কোর্ট কী রায় দেবে, তুই জানলি কি করে? তুই দুইদিন আগে বলে দিলি, বোমা ফাটাবো। এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে তুই নাচছিস্। নেচে নেচে বেড়া। একদিন মানুষ ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিয়ে বলবে, শুকনো গাঙ্গে আসুক জীবনের বন্যা।’
মমতা আরও বলেন, যারা তফসিলি নমঃশূদ্র, মনে রাখবেন আপনারা অনেক সম্মানীয় মানুষ। আপনাদের আমি সম্মান করি। সংখ্যালঘু ভাইবোনেরা ভয় পাবেন না। মনে রাখবেন, আমি থাকতে আপনাদের গায়ে হাত দেবার ক্ষমতা কারও নেই। আপনাদের জীবন নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।আদিবাসী ভাই বোনেদের সারি ও সারনা ধর্মের জন্য আমাদের আন্দোলন চলবে। সকলকে শান্তিতে থাকার ও ভালো থাকার বার্তা দিয়ে সভা শেষে একটি আদিবাসী নৃত্য সংগীতের তালে তালে সভা শেষ হয় ভাতারের সভা। মঙ্গলবার মমতা প্রথম সভাটি করেন বীরভূমের হাসনে। এদিন দুপুর ১.৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে উপস্থিত হন। প্রথমেই রাজ্যের বিভিন্ন উন্নয়নের কথা বলতে থাকেন এবং পাশাপাশি কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সিএএ, এনআরসির পাশাপাশি মোদীর গ্যারান্টির বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠেন। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীত মালের সমর্থনেই মূলত এদিনের নির্বাচনী জনসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার অনুব্রত মণ্ডল সম্পর্কে তার মতামত প্রকাশ করলেন। তিনি বলেন, অনুব্রত মন্ডলকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে। নির্বাচনের পর তিনি অবশ্যই জেল থেকে মুক্তি পাবেন। জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া নিশানা করেন। তিনি মোদি সরকারের গ্যারান্টিকে অভিহিত করেছেন এবং আবারও ১০০ দিনের কাজের বকেয়া এবং রাজ্য সরকারকে আবাসন প্রকল্প না দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দেউচা পাচামিতে ৩৩৭০ একর জমিতে কয়লা প্রকল্প স্থাপিত হচ্ছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, দেউচা পাচামিতে ৩৩৭০ একর জমিতে বিশ্বের সবচেয়ে বড় কয়লা প্রকল্প তৈরি করা হচ্ছে। এখানে এক হাজার একশ আটানব্বই মিলিয়ন টন কয়লা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাঁচ হাজার দুইশো পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমি যে গ্যারান্টি দিয়েছিলাম তা পূরণ করেছি, আমরা কথা দিয়ে কথা রাখি কিন্তু কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ পর্যন্ত পূরণ হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct