নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: চলে গেলেন বিশিষ্ট ছড়াকার, ছোটগল্পের অসাধারণ স্রষ্টা প্রদীপ মুখোপাধ্যায়। গত রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সব বয়সীদের ‘ প্রদীপ দা’ র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুয়াত্তর বছর। ১৯৫০ সালে বারুইপুরের সাউথ গরিয়া গ্রামে এক উদার বর্ধিষ্ঞু সাংস্কৃতিক পরিবারে তাঁর জন্ম হয়। সাহিত্য সংস্কৃতির আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন সত্তরের দশকের ঝোড়ো রাজনৈতিক আন্দোলনের সময়ে। “দক্ষিণী আসর “ নামে একটি সাংস্কৃতিক সংস্থার জন্মলগ্ন থেকে গভীরভাবে জড়িয়ে পড়েন। তাঁর ‘দুই কারিগর’ ও ‘তিন ফর্মার ছড়া’ বইদুটি খুবই জনপ্রিয় হয়। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে বারুইপুরের বিস্তীর্ণ এলাকায় গভীরভাবে শোকের ছায়া নেমে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct