সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরী শংকর ঘোষ এর সমর্থনে নির্বাচনী সভা করতে রবিবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গী বিধান সভার নরসিংহ পুরে হাজির হয়েছিলেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিনের সভা থেকে বাম কংগ্রেসে কে তেমন ভাবে কিছু না বললেও পুরো বক্তব্য রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি রাজ্যর একাধিক দুর্নীতির পাশাপাশি সন্দেশখালির মত ঘটনার কথা তুলে ধরে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন এদিনের সভায়।তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা বলে কিছু নেই। সন্দেশখালির ঘটনা গোটা বিশ্বের কাছে লজ্জায় ফেললেন মমতা দিদি। পশ্চিমবঙ্গের সন্দেশখালির মতো ঘটনা ভারতের কোথাও ঘটেনি।তিনি আরও বলেন কেন্দ্র যে সমস্ত প্রকল্প চালু করছেন তা রাজ্য সরকার চালু করতে দিচ্ছে না ,আর যে করছে সেটাও নাম বদলিয়ে ফেলছে বলে আক্রমন করে বলেন যেমন প্রধান মন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা রেখেছে। আবার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।এমনকি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে এবার তিরিশের বেশি আসন পাবে বিজেপি দল পাবে বলে জানান।এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী গৌরী শংকর ঘোষ ও ভগবানগোলার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সহ জেলা বিজেপি সভাপতি, ব্লকের নেতৃত্ব গণ।রাজনৈতিক মহলের দাবি এই প্রথম এত বড়মাপের মন্ত্রী সীমান্ত এলাকায় তথা মুর্শিদাবাদের মাটিতে পা দিলেন।তো এদিনের সভা শেষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যদি তাদের দলীয় প্রার্থীকে জয়ী করেন তাহলে আবারও এই এলাকায় তিনি আসবেন বলে জানান। এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঘেরা ছিল সভা স্থল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct