মোল্লা মুয়াজ ইসলাম, কাটোয়া, আপনজন: রবিবার বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট আয়োজিত বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে। এদিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের কবি প্রত্নতত্ত্ববিদ গবেষক আইয়ুব হোসেনের মতো গুণী বিশিষ্ট ব্যক্তিত্বকে সাহিত্য সাধক সম্মানে সম্মানিত করা হয়। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট এর সম্পাদক এম রুহুল আমিন ও সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রমজান আলী বলেন, বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট পিছিয়ে পড়া সংখ্যালঘু আদিবাসী দলিত ও নিভৃতচারী যারা লেখালেখি করেন তাদেরকে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। কাটোয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ এর অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাহিত্যিক বুদ্ধিজীবী এমনকি ওপার বাংলার বহু বিশিষ্ট কবি সাহিত্যিক বুদ্ধিজীবী অংশগ্রহণ করেছিলেন। সারাদিন ধরে এই অনুষ্ঠানে ২০০ বেশি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী তারা বিভিন্ন বক্তব্য কবিতা গান ও সাহিত্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এই উৎসব মঞ্চে কবি ও এম. সাহাউদ্দিন পিয়াদা রচিত কাব্যগ্রন্থ ‘আলোর দিশারী হযরত মুহাম্মদ স.’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। বাংলার রেনেসাঁ ঈদ সংখ্যাও প্রকাশিত হয় এদিন।এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বাংলার রেনেসাঁ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশের কবি এম এ আলিম, কবি রাফিয়া সুলতানা, সমাজসেবী আব্দুল আলিম, সামজিদা খাতুন, কবি শামসুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ সাহিত্য প্রেমীরা। এই অনুষ্ঠান ঘিরে আয়োজক ও আগত অতিথিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct