মনিরুজ্জামান, বারাসত, আপনজন: রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের উপস্থিতিতে বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষের তত্ত্বাবধানে দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ দলীয় নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম জানান, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মধারা রূপায়ণের ফলে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে মানুষের পাশে থেকে সারা বছর কাজ করে যাচ্ছে তার সুফল দল পাবে এই নির্বাচনে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে শাসনের এই পাঁচটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে রেকর্ড সংখ্যক লিড বিগত দিনের মতো এবারও উপহার দেওয়া হবে। বসিরহাট লোকসভা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী মনোয়ারা বিবি, মমতা সরকার, ইফতিকারউদ্দিন, মহঃ মনিরুল ইসলাম, মহঃ আব্দুল হাই, শাহাবুদ্দিন আলি, মানস কুমার ঘোষ, নজিবুর রহমান, আমিনুল ইসলাম, মান্নান আলি, তৃষ্ণা পাত্র, সহিদুল ইসলাম মোল্লা, রমা মন্ডল, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, জিয়াউল ইসলাম, সহিদুল ইসলাম, মহঃ সাকিব,তপন মুখার্জি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct