সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত লালগোলা বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার লালগোলার বিরামপুর অভয়া সুন্দরী বিদ্যামন্দির স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। অধীর চৌধুরী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল নেতা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেলিম আক্তার সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলা এবং লালগোলা বিধানসভা ও ব্লক তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এদিনের জনসভায়।
বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করে বক্তব্যের শুরুতেই ফিরহাদ বলেন, ‘২০০৮ সালে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন সিপিএমের হাতে কংগ্রেসের ৭৮২ জন নেতাকর্মী খুন হয়েছে। অথচ সেই অধীর চৌধুরী দু’দিন আগে কাস্তে হাতুড়ি আঁকা উত্তরীয় পরে সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র জমা করতে গেছিলেন।’ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত লালগোলায় ফিরহাদ বলেন, মুসলিম সমাজ আপনাকে বিশ্বাস করে অধীর চৌধুরী বানিয়েছে, বিজেপির সঙ্গে সেটিং করে সেই সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’এমনকি জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস সহ নির্দল প্রার্থী এবং অন্যান্য কেন্দ্রের তৃণমূল বিরোধী প্রার্থীদের ভোট কাটুয়া বলে কটাক্ষ করেন ফিরহাদ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের জলঙ্গির বক্তব্যকে কটাক্ষ করে বলেন, ‘মুখ্যমন্ত্রীর হয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি; বুড়ো হাবড়া লোক, মোদির দয়াতে মন্ত্রী আছেন, এরপর হয়তো সেটাও থাকবেন না। সিএএ বা এনআরসি সাম্প্রদায়িক বিভাজন সেটা সবাই বুঝে গেছে। তাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত বৃথা যাবে।’নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নাম না করে দাড়িওয়ালা এবং মোটা ভাই বলে কটাক্ষ করেন তিনি।লালগোলা ব্লকে পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত খারাপ ফলাফলের পর লোকসভায় ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী ফিরহাদ। প্রসঙ্গত, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে লালগোলা পঞ্চায়েত সমিতি বাম-কংগ্রেস জোটের দখলে গেছিল। সেই লালগোলার সভা থেকেই বিরোধীদের কটাক্ষ করলেন ফিরহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct