কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: আরপিএফ এর সৌজন্যে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ,মোবাইল ফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র ফেরত পেলেন এক বধু।শনিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক ষ্টেশন ক্যানিংয়ে। আরপিএফ সুত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ কল্যাণপুরের বধু বনশ্রী নস্কর। শনিবার বিকালে বেতবেড়িয়া (ঘোলা) ষ্টেশন সংলগ্ন এক আত্মীয়ের বাড়িতে রওনা দিয়েছিলেন। সোনারপুর ষ্টেশনে নেমে ডাউন ক্যানিং মাতৃভূমি লোকালে চেপে বসেছিলেন। বেতবেড়িয়া (ঘোলা) ষ্টেশনে ট্রেন দাঁড়াতেই নেমে যায় ওই বধু।তাঁর টাকার ব্যাগ,মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী থেকে যায় ট্রেনের বাঙ্কারের মধ্যে। ট্রেন থেকে নেমে মিনিট পাঁচেক পর বুঝতে পারেন সাথে থাকা টাকার ব্যাগ,মোবাইল ফোন ট্রেনের কামরায় বাঙ্কারের উপর ফেলে রেখে এসেছেন। ততক্ষণে ট্রেন তালদি থেকে ক্যানিংয়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে ট্রেন ক্যানিং ষ্টেশনে পৌঁছালে অন্যান্য দিনের ন্যায় ক্যানিং ষ্টেশনে কর্তব্যরত আরপিএফ এর এএসআই এ কে রাম,কনষ্টেবল টি এস সরদার,এম কে শর্মা ট্রেনের কামরা চেকিং করেন। চেকিংয়ের সময় ট্রেনের কামরার বাঙ্কার থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় কর্তব্যত আরপিএফ এর। ব্যাগের মধ্যে কুড়িহাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন উদ্ধার হয়। পরে স্থানীয় এক ব্যক্তির ফোন থেকে গৃহবধূ আরপিএফকে ফোন করলে তাকে ক্যানিং ষ্টেশনে আসতে বলা হয়। এরপর নগদ কুড়ি হাজার টাকা এবং ১৫ হাজার টাকা মুল্যের দামী মোবাইল ফোন বধুর হাতে তুলে দেয় ক্যানিং আরপিএফ। আরপিএফ এর উদ্যোগে হারিয়ে যাওয়া টাকা এবং মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি বধু জয়শ্রী নস্কর।তিনি আরপিএফ এর প্রশংসা করে জানিয়েছেন, ‘ট্রেনের বাঙ্কার টাকার ব্যাগ মোবাইল ফোন ভুল করে রেখে নেমে গিয়েছিলাম। ফেরত পাবো আশা ছিল না। আরপিএফ এর তৎপরতার টাকা,মোবাইল ফোন সহ সমস্ত জিনিসপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি।ক্যানিং আরপিএফ কে অসংখ্য ধন্যবাদ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct