রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট! রক্তের প্রয়োজনে দিশেহারা পরিবার। পরিবারের অসহায় অবস্থা জানতে পেরে প্রসূতি রোগীকে রক্ত দিয়ে মানবিকতার নজীর গড়লেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকাুরক মৃনাল সিনহা। বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে এক প্রসূতির রক্তের প্রয়োজন মেটাতে এলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃনাল সিনহা। পুলিশের ডিউটির মধ্যেই শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিলেন কান্দি থানার আইসি মৃনাল সিনহা। জানা গিয়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত দেবগ্রামের বাসিন্দা ফুলমালী বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন। ফুলমালীর রক্তের হিমোগ্লোবিন মাত্রা কম ছিল। সন্তান প্রসবের জন্য ও পজেটিভ রক্তের খুব দরকার পড়ে। হাসপাতাল থেকে রক্তের জন্য বলা হয় পরিবারকে। কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হওয়ার কারণেই মাথায় হাত পড়ে পরিবারের। আর তখনই এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে খবর দেওয়া হয় কান্দি থানার আইসি মৃনাল সিনহাকে। আইসি শক্তিপুরে ডিউটি শেষ করেই কর্মরত অবস্থার মধ্যেই ছুটে এসে মধ্যে রাতে রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন মমুর্ষ রোগীকে।ফুলমালী পরিজন বলেন, আজকে ভাবতেই খুব অবাক লাগছে এবং খুব আনন্দ লাগছে এইভাবে বিপদের সময় স্যার আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। স্যারের জন্যই মা ও গর্ভস্থ শিশুর প্রাণ প্রাণ ফিরে পেলাম’’ কান্দি থানার আইসি মৃণাল সিনহা বলেন, ‘’ডিউটি করছিলাম। হঠাৎ খবর পেলাম এক জন প্রসূতির আমার গ্রুপের রক্তের প্রয়োজন। তাই ব্যস্ত থাকলেও ছুটে এসেছি।’’ পুলিশ আধিকারিকের কাছে রক্ত পেয়ে খুশি রোগীর পরিবার। কান্দি থানার আইসি মৃনাল সিনহা এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন কান্দিবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct