নিজস্ব প্রতিবেদক, হাতিয়াড়া, আপনজন: অগ্রিম গরমের ছুটি পড়ার পর, ছুটির প্রথম দিনেই অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়ায় অনুষ্ঠিত হয়ে গেল হাতে-কলমে বিজ্ঞান ও অংক কর্মশালা। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে সকাল সকাল হাজির হয়েছিল হক মঞ্জিলের অনুষ্ঠানস্থলে। অংকের প্রাথমিক ধারণা সহ ফর্মুলার গঠন কীভাবে হয়, তা হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় তাদের। ছাত্র-ছাত্রীরা খুবই খুশি, চার্ট পেপার কেটে রং-বেরঙের জ্যামিতিক আকার তৈরি করে তা থেকে বেশ মজা করে বুঝতে পারছিল, এতদিন না বোঝা বইয়ের কঠিন ফর্মুলাগুলি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণিতের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, মনির উদ্দিন আহমেদ, আনজুমান বানু প্রমূখ। কর্মশালায় বিভিন্ন আঙ্গিকে সেরা উপস্থাপক কয়েকজন সেরা ছাত্র-ছাত্রীর হাতে উপহার তুলে দেন নাফিসা ইসমাত, মায়সুরা তৈয়েবা। ম্যাথস ফোরামেরএই বিজ্ঞানের কর্মশালায় হাতে কলমে কাজ করতে পেরে খুশি তারা। প্রত্যেকের ইচ্ছে গরমের ছুটি থাকতে থাকতে আরও দু-একটা রবিবার যেন এই ধরনের মজাদার পড়াশোনার আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct