আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মহিলা এন্টারপ্রেনারশিপ এর ধারণা এবং স্রষ্টা হিসাবে স্বাধীন ট্রাস্টের সভাপতি মলয় পিট স্যারের নাম অগ্রগণ্য। বর্তমান যুগে মহিলাদের সন্তান-সন্ততি জন্ম দেওয়া এবং সন্তান-সন্ততি মানুষ করার মতো খুব বড় কাজ যথেষ্ট দক্ষতার সাথে করতে তিনি দেখেছেন তাই ওনার ধারণা মানবসম্পদ উন্নয়নে , সমাজ কল্যাণে জীবন-জীবিকা তথা কর্মসংস্থানের লক্ষ্যে নারীরাও এগিয়ে। তাই তিনি আজ বৈকাল ৬ ঘটিকায় এই নারী শক্তিদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করছিলেন। উনার মূল লক্ষ্য হলো বোলপুর শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর সমস্ত রকম দায়িত্বভার বহন করবে সেই সমস্ত মহিলারা। রাজ্য সরকারের সহযোগিতা এবং বিভিন্ন ব্যাঙ্কের সহযোগিতায় তিনি বাংলার দামাল কন্যা এবং মায়েদের এগিয়ে নিয়ে যাবেন এন্টারপ্রেনারশিপ তৈরি করে। মলয় বাবু বলেছেন ইচ্ছাশক্তি, সততা , একনিষ্ঠতা, দক্ষতা এবং একাগ্রতা এইসমস্ত গুনাবলী বাংলার মাতৃশক্তিকে স্বাবলম্বী করে তুলবে এবং শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর দায়িত্বভার বহন করবে সফলতার সাথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct