আপনজন ডেস্ক: ️ মোট রান ২৫৭। মোট রানের কতটা চার আর ছক্কায় করতে পারেন কেউ! কে কত করবেন, কে জানে। ভারতের উঠতি তারকা অভিষেক শর্মা এবারের আইপিএলে এখন পর্যন্ত তাঁর মোট ২৫৭ রানের ২১৬–ই করেছেন চার–ছক্কায়। অভিষেক শর্মা ৭ ইনিংসে ২৫৭ রান করার পথে ছক্কাই মেরেছেন ২৪টি, ৪ মেরেছেন ১৮টি। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যে ১২টি বল খেলেছেন, তার মধ্য ছক্কা ৬টি, চার ২টি। ১২ বলে করেছেন করেছেন ৪৬ রান। এমন ইনিংস খেলে ভারতের আক্রমণাত্মক ক্রিকেটের ব্রান্ড অ্যাম্বাসেডর বীরেন্দর শেবাগের প্রশংসা পেয়েছেন অভিষেক। শেবাগ বাঁহাতি এই ওপেনারে দেখছেন ভারতের ভবিষ্যৎ।অভিষেক শুধু যে গতকালই অমন ধ্বংসাত্মক ইনিংস খেলেছেন, এমন নয়। চলতি মৌসুমে এর আগেও এমন কয়েকটি ইনিংস খেলেছেন। গত ২৭ মার্চ মুম্বাইয়ের বিপক্ষে খেলেছিলেন ২৩ বলে ৬৩ রানের ইনিংস। এরপর চেন্নাইয়ের বিপক্ষে খেলেছিলেন ১২ বলে ৩৭ রানের ইনিংস। এমন করে ব্যাটিং করেছেন দেখেই তো স্ট্রাইক রেট ২১৬। শেবাগ তাই অভিষেকের মধ্যে সাহস ও ভবিষ্যৎ দুটোই দেখছেন। এক্সে শেবাগ লিখেছেন, ‘অভিষেক শর্মা। ছেলেটার মধ্যে সাহস আছে। বড় স্কোর করা এখন ওর জন্য সময়ের ব্যাপার। কিন্তু ধারাবাহিকভাবে বড় শট খেলা একটা বিশেষ সামর্থ্য, ওর সামনে দারুণ ভবিষ্যৎ আছে।’
কোন মন্ত্রে এমন জ্বলে উঠেছেন, গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই কথা জানিয়েছেন অভিষেক নিজেই। তিনি কৃতিত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও অধিনায়ক প্যাট কামিন্স, ‘কোচ ও অধিনায়কের কাছ থেকে বার্তাটা পরিষ্কার ছিল—যাও, নিজেকে প্রকাশ করো। কোচ আর অধিনায়কের কাছ থেকে এটা খুবই সহজ আর শক্তিশালী বার্তা। কারণ, তরুণ আর টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আপনার ওপর কোচ আর অধিনায়কের আত্মবিশ্বাস লাগবে। আমার মনে হয়, আমরা যেটা প্রথম দিন থেকে পেয়েছি।’হেড–অভিষেক জুটিতে দুর্দান্ত শুরু পাচ্ছে হায়দরাবাদ ইনস্টাগ্রাম এরপর তিনি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এই আইপিএলের আগে আমার পরিকল্পনা, চিন্তাভাবনা পরিষ্কার ছিল। ব্যাটিংয়ের ধরন, পারফরম্যান্স কীভাবে করব—এসব নিয়ে আমার ভাবনা একদম স্পষ্ট ছিল।’উইকেটে অভিষেক অন্য প্রান্তে ঝড় তুলছেন ট্রাভিস হেড। যিনি এখন পর্যন্ত আইপিএলে ৬ ম্যাচে ৩২৪ রান করেছেন, সেটা ২১৬ স্ট্রাইক রেটেই। ২৩ বছর বয়সী অভিষেক হেডের ভক্ত, ‘ট্রাভিসকে ব্যাট করতে দেখা আনন্দের। আমরা মাঠের বাইরে অনেক কথা বলি, যেটা আমাদের সাহায্য করছে। আমি তাঁর ভক্ত, সেটা প্রথম দিন থেকেই আমি তাকে বলে যাচ্ছি। গত ১ বছর ধরে আমি তাকে অনুসরণ করছি, ভাগ্যক্রমে আমরা তাকে দলে পেয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct