দেবাশীষ পাল, মালদা, আপনজন: দুপুর একটা নাগাদ সাত উত্তর মালদহ সাধারণ পরিদর্শক বিবেক যাদব বামনগোলা ব্লকে এসে প্রথমে হবিবপুর থানার বুলবুলচন্ডী নাকা পয়েন্টে ঘুরে দেখেন সেখান থেকে বামনগোলার বারো মাইলে নাকা পয়েন্ট পরিদর্শন করেন। তারপর সেখান থেকে বামনগোলার পাকুয়াহাট এ এন এম হাই স্কুলের তিনটি বুথ এবং পাকুয়াহাট হাই অ্যাটাচ প্রাইমারি স্কুলের দুটি বুথ পরিদর্শন করেন। উক্ত বুথগুলিতে ভোটার সংখ্যা যথাক্রমে বুথ ৮২, পাকুয়াহাট এ.এন.এম হাই স্কুল (রুম নাম্বার ৩ )এর ভোটার সংখ্যা পুরুষ ৫৩৬ এবং মহিলা ৫২৩ সর্বমোট ভোটার সংখ্যা ১০৫৯৯৪, পাকুয়াহাট এ.এন. এম. হাই স্কুল (রুম নাম্বার ১)এর ভোটার সংখ্যা পুরুষ ৬৫৭ মহিলা ৬৩৮ সর্বমোট ১২৯৫। পাকুয়াহাটি এ.এন.এম হাই স্কুল( রুম নাম্বার ২) এর ভোটার সংখ্যা ৩২৮ মহিলা ৩২৩। সর্বমোট ৬৫১। পাকুয়াহাট এইচ.এ. প্রাইমারি স্কুল (রুম নাম্বার ১ )এর ভোটার সংখ্যা পুরুষ ৫১৩ মহিলা ৪৪৮ সর্বমোট ৯৬১। পাকুয়াহাট এইচ.এ. প্রাইমারি স্কুল( রুম নাম্বার ২) এর ভোটার সংখ্যা পুরুষ ৪০৪ মহিলা ৪২৯ সর্বমোট ৮৩৩।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct