সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ বৃদ্ধি পাচ্ছে,ভোট প্রচার শুরু করেছে জোর কদমে সব রাজনৈতিক দল। সেই মত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ ভোট প্রচারে আসেন জলঙ্গীতে তার পরে চোয়াপাড়া অঞ্চল থেকে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন, পরে জলঙ্গী অঞ্চলে ভোট প্রচার শুরু করে শেষের মুহূর্তে বেশ কিছু যুবক কালো পতাকা হাতে নিয়ে বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ কে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল এগারোটা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে আসেন বিজেপি প্রার্থী গৌরী শংকর তার ভোট প্রচার চলা কালীন হটাৎ বেশকিছু যুবক জলঙ্গী অঞ্চলের কালী মন্দিরের কাছে তারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং ঘটনায় বিজেপি কর্মীরা ছুটে পালিয়ে যায় ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনা স্থলে জলঙ্গী থানার পুলিশ পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বিজেপি প্রার্থী গৌরী শংকর বলেন আমার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জলঙ্গিতে ভোট প্রচার শুরু করি তার পরে ভোট প্রচার শেষের মুহূর্তে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। তাদের অশান্তি করা কাজ তাই তাদের ওই ঘটনায় কোনো উত্তর না দিয়ে আমার পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাই। যদিও ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানান গৌরী শংকর। তিনি আরো বলেন আমাদের দুই জন বিজেপি কর্মীকে হেনস্থা করেছে তারা সেই বিষয়ে নির্বাচন কমিশনারকে জানাবো যাতে করে জলঙ্গিতে নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘটনায় তৃণমূলের জলঙ্গী ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ বলেন বিজেপি প্রার্থী গৌরী শংকর যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভাবে মিথ্যা। ওখানে আমাদের কোনো কর্মী বা সমর্থক যায়নি এবং কোনো দলীয় পতাকা ছিল না। তাদের নিজেদের মধ্য গোষ্ঠী কোন্দল রয়েছে তারই বহিরপ্রকাশ। ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন প্রথমেই এই গো ব্যাক স্লোগানকে ধিক্কার জানাই আমি ব্যক্তিগত ভাবে। সকল রাজনৈতিক দলের অধিকার রয়েছে ভোট প্রচার করা। কিন্তু বিজেপি আর তৃণমূল যেভাবে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেছে তাতে বোঝাযাচ্ছে দুই দলীয় একই,কারণ কিছু দিন আগে আমাদের নেতা অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান দিয়েছিল তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। আবারও এদিন নওদায় ভোট প্রচারে বেরলে অধীর চৌধুরীকে তৃণমূলের পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct