তাপ উৎসব
মদনমোহন সামন্ত
দশ সকালেই পঁয়ত্রিশ তাপ,
চড়ছে পারা, চড়বে ক’ধাপ!
দশ দিকেতেই গনগনে আঁচ,
যেমনে পারিস, তেমনেই বাঁচ!
গণতন্ত্রের উৎসব শুরু —
সূর্য-রবিতে — তেজস-গুরু!
উপর থেকে নিচতলাতে,
পাহাড় থেকে সাগরটাতে,
গরমে “গরম” সরবরাহ —
অজা-অবি কেউ, কেউ বরাহ!
শান্তি, স্বস্তি, ছায়া, আলোলিকা,
পুষ্প, রেণু, বৃষ্টি, ক্ষণিকা,
প্রকৃতিরা সব যায় যে কোথা?
গরমে - মরমে সবই যে বৃথা!
কুজ্ঝটিকা নিখোঁজ-নোটিশ,
সংগোপনে খবর রাখিস।
প্রভঞ্জনের দেখাসাক্ষাৎ
পেলেও মহান বর নির্ঘাত!
সে আশার গুড়ে বালি আপাতত,
সয়ে যাওয়া শুধু, যত পারা তত!
স্তোকবাক্যের সান্ত্বনাবাণী,
ঝড়ঝঞ্ঝার চোখরাঙানি,
জলে গেল সব, জ্বলে গেল সব!
জ্যান্তরা শব, তাপ উৎসব!
বাতাসেতে টান, ধরেছে সটান,
গোপনে বাড়িছে অপেক্ষমাণ!
সেদ্ধ, পোড়া, ভর্তা সমান —
সরস থাক গো! থাকো সাবধান!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct