নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: দেরিতে হলেও কলকাতা পুরসভার উদ্যোগে এনটালির ৫৬নং ওয়ার্ডের মতিঝিল বস্তির ৪/এইচ/৭ , কনভেন্ট লেনের বেআইনি বহুতল ভবনে কিছু অংশ ভাঙ্গা হল।অভিযোগ প্রোমোটর মহম্মদ নাসিম এর এই বাড়িটি জি প্লাস ২ অনুমোদন, কিন্তু নির্মাণ করা হয়েছে জি প্লাস ৬। শুধু তায় নয় এলাকায় ৪/২টি,৪/৫৬ কনভেন্ট লেন সহ অসংখ্য বেআইনি বিল্ডিং ব্যঙের ছাতার মত গজিয়ে উঠেছে নাসিমের ঔদ্ধত্যে। পুরসভার জায়গা ও রাস্তা দখল করে এবং পাশের বাড়ির জমি জোর করে দখল করে বহুতল নির্মাণ করার মত ভয়ানক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।নারীঘটিত কুকর্মেও তিনি যে দায়ি সেটাও বলেছেন বেশকিছু মহিলারা। বলা ভাল গার্ডেনরীচের বেআইনি বহুতল ভবন যেভাবে তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছিল সেই ঘটনাও ঘটতে পারে বলে নাগরিক সমাজ জানিয়েছেন। পুলিশ প্রসাশনের এই ভুমিকাকে অঞ্চলের মানুষ প্রশংসা করেছেন।তাদের দাবি এলাকায় সমাজবিরোধী কাজকর্ম ও গুন্ডা রাজ বৃদ্ধি পেয়েছে প্রোমোটার নাসিমের জন্য।বাড়ি তৈরি করার জন্য ভাড়াটেদের কাছ থেকে ছয় মাসের সময় নিয়ে ৮-১০ বছর হলেও তাদের এখন ঘর ফিরে দেয়নি প্রোমোটার। ঘরের জন্য কিছু বলতে গেলেও গুন্ডা দিয়ে তাদের মারধরের অভিযোগ করেছেন আসমা বেগম সহ অনেকেই। মহম্মদ রাজু সহ বেশ কিছু ভাড়াটে নাসিমের পেশি শক্তির শিকার। স্থানীয় পৌরপিতা ও মেয়র পারিষদদের সদস্য স্বপন সমাদ্দার বলেছেন এলাকার বেআইনি বহুতল ভাঙ্গার ক্ষেত্রে আইন নিজের পথে চলবে। বলা ভাল এলাকায় বহুতল ভবনের সাম্রাজ্যে গুলি আকাশ ছুঁয়েছে। রাতের অন্ধকারে প্লাস্টিক বা ত্রিপল ঘিরে দিব্বি কাজ চলছে। দুর্বল ভিতের ওপরে বহুতল গুলো যে কোন মুহুর্তে ভেঙে পড়ার আশঙ্কা করছেন অঞ্চলের বুদ্ধিজীবীরা।গরিব মানুষেরা যারা ঘর পাইনি কিংবা টাকা শোধ করে এখনও পজিশন পাইনি তাদের দুঃখের কথা প্রসাশনের ভাবা উচিত,দাবি আসগরের। এলাকার কিছু মানুষ নাসিমের অফিস ঘেরাও করলে কিছু দুষ্কৃতী দিয়ে তাদের টাইট করার কথাও লোকমুখে শোনা যায়। ফলে এলাকার শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বেআইনি বহুতল নির্মাণের কাজ বন্ধ করার জোর দাবি উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও বড়ো করে দেখা দিয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণার পরও নাসিমের ঔদ্ধত্যে এই কাজ চলছে!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct