মৌন আকুলতা
চন্দনা দে
একলা ঘরে ছুটল ঘুম
আঁধার আরাধনা
অসীম নীল আকাশ জুড়ে
জড়িয়ে যন্ত্রনা
নদীর জলে বৃষ্টিএলো
বৃষ্টি চোখের জলে
নিঘুমরাতে আবছা আলো
জ্বলছে বুকের তলে।
উঠছে মনে হেলে দুলে
হারিয়ে যাওয়াকথা
হৃদয়তলে ঢেউএরসাথে
অসীম আকুলতা
দাগচোর আর কুমিরডাঙ্গা
অবুঝ শিশুর সাথে
লুকিয়ে প্রেম ফুলের গন্ধ
আকুল করা রাতে
নকশী কাঁথাএফোঁড় ওফোঁড়
কত রঙের খেলায়
উথলে ওঠে নকশা যত
প্রেমের কথকতায়;
হারিয়ে যাওয়া ছিন্নস্মৃতির
নকশি রঙিন কাঁথায়
গুমড়ে উঠে লাল বারান্দা
মৌন আকুলতায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct