সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পাড়ুই থানার চৌমন্ডলপুর একদা সংবাদ শিরোনামে দেখা যেত। যেখানে খুনোখুনি, রক্তপাত দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিল গ্রামের মানুষ। সেখানেই এখন বিবেক জাগ্রত হয়ে ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করে অন্যের জীবন বাঁচানোর সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ। সেই হিসেবে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির করে নজীর স্থাপন করে গ্রামবাসী। জেলার ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রক্ত শূন্য ঠিক তখনই পাড়ুই থানার চৌমণ্ডলপুর গ্রামে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও চৌমণ্ডলপুর নবদিশা সংঘের উদ্যোগে বাতনুকূল ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। প্রখর রৌদ্রের দাবদহ উপেক্ষা করেই এদিন শিবিরে পুরুষ মহিলা মিলে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অফ বোলপুর-শান্তিনিকেতন ও গুরুকূল ফাউন্ডেশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct