অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার হেলিকপ্টারের ট্রায়াল রান করা হয়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়গুলি ও খতিয়ে দেখা হয়। উল্লেখ্য, দলীয় প্রার্থীর সমর্থনে একের পর এক নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত নাককাটি এলাকায় প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে জনসভা করতে আসছেন তিনি। মুখমন্ত্রী আকাশপথে কুমারগঞ্জের সভায় আসবেন। তারই মহড়া হয়ে গেল এদিন। নাককাটি এলাকার মাঠে হেলিকপ্টার নামা–ওঠার ট্রায়াল রান করা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বারোটা নাগাদ প্রথমে সভা করতে আসবেন কুমারগঞ্জে। তারপরে সেখান থেকে তিনি বালুরঘাটে সভা করার উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এখন সাজো সাজো রব।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।এ বিষয়ে কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল বসাক জানান, ‘আমরা ৫০ হাজারেরও বেশি লোক জমায়েতের টার্গেট রেখেছি। মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার যেখানে আসুন না কেন উনি বক্তব্য রাখার সময় কুমারগঞ্জের কথা অবশ্যই উল্লেখ করেন। কুমারগঞ্জের মানুষের সঙ্গে, কুমারগঞ্জের সাংস্কৃতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। কুমারগঞ্জের মানুষের উন্নয়নের জন্য তিনি অনেক কিছু করেছেন। আমরা তাঁকে স্বাগত জানাতে সব দিক দিয়ে প্রস্তুত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct